![]() |
| Sometimes It's Too Scary To Think About Dreams Because Those Are Very Precious To You |
একাকী পথেতে মন চায় হারাতে
নিরাশার রাতেতে মন চায় পেতে
নিস্তব্ধ জ্যোৎস্নায় খুঁজি তারে বারে বারে
পাইনা দেখা তার কালের অন্ধকারে।
শব্দহীন কথা অর্থ হারায় বারে বারে
বর্ণহীন বাক্য দব্ধ হতে থাকে প্রতিবারে
মনের ভাবনাগুলো হারিয়ে যেতে থাকে
অস্পষ্ট ছবিগুলোও অদৃশ্য হতে থাকে ।
দূরের আওয়াজগুলো নিস্তব্ধ হতে চাহে
আপনের ডাক পরের মতো লাগে
স্মৃতির পাতায় খুঁজি তারে অস্থির চিত্তে
অন্তিম ক্ষণেতে পাই একাকী নিস্তব্ধ পথেতে ।
করুণার আলিঙ্গনে আলিঙ্গিত হই ভালোবাসার মায়াতে
সম্মান খুঁজি অপরের দয়াতে
সহানুভূতি আর অনুভূতির মাঝে দোদ্যুলিত মোর আশা
প্রতিবন্ধকতার অনুরতি দেয় বারে বারে নিরাশা ।
নিরভরতার মাঝেতে ভরসা যোগায়
ভিড়ের মাঝে শুধু একজন কেই দেখায়
নিস্তব্ধ জ্যোৎস্নায় ঝিঝি পোকার মাঝেতে
শোণিত হয় মধুর কণ্ঠের কম্পন দিগন্তের পূর্বাশাতে।
ব্যথিত চিত্তে নিস্তব্ধ মনেতে শ্রবণোত্তরে
ভেসে ওঠে দূরান্তের অট্টহাসিগুলি দৃশ্যতার ওপারে
কল্পনার এক মায়াজাল কল্পিত হয়েছে এক কল্পলেখার অপরাহ্ণে
ঠাকুরমার ঝুলি থেকে বেরিয়ে পড়েছে এক রূপকথা আকর্ষিক পূর্বাহ্ণে।
অশনি সংকেতে শঙ্কিত মনেতে লাগাম টানি অশ্বমেধে
গচ্ছিত রইল স্বপ্নের পুঞ্জি অদৃষ্টের অদৃশ্য নিবন্ধে
বিধাতার বিধানে নতমস্তক নতজানু বিশ্ব ব্রহ্মাণ্ড ভবিতার্থে
অনামি এক লেখে এক নাম ভবিষ্যতের আকাঙ্ক্ষার চরিতার্থে।।
by shayaranapan

Comments
Post a Comment