একদিন ছিল সেদিন

Missing Those Days When We Were Growing Up Together. Remembering I Was Lucky. Wanting To Live The Life Once Again

দুখ্য হয় বড়

বলতে চাই অনেক কিছু,

চুপ থাকতে হয় যে

শুনবেনা তো কেও;

ব্যস্ত জীবনে নিজের আগে

কে রাখবে আমার কথা

এক ফকিরের কথা । 


শূন্য মাঠে দুপুর বেলা

দেখেছি আমিও বিকেলের সন্ধ্যা খেলা,

কিন্তু আজ যে বড্ড দিনটা ঘোলা;

ভোরেই উঠল রাঙা ধুলোর মেলা ।

উড়ছে আকাশে বাতাসে যন্ত্রণার মেঘ

মাটিতে মিসিয়ে লাজলজ্জার শ্লেষ,

দূরে আওয়াজ ভাষণের গুঁজ

পাশে কান্না শুনছে কেউ । 


ছিল একবেলা যখন মেঘকে শোনাতাম আমার কথা,

ছিল একরাত জ্যোৎস্নাতে লিখতাম মিলনের পরসগাঁথা,

কেও লিখত কবিতা বারান্দায় বসে ফেরিওয়ালার কথা,

ডাকঘরে শোনা যেত অমলের চিন্তা ভাবনার গাঁথা |

ছোট্টোবেলার মহেশ চোখে আনত জল

বাড়ি ফিরে ভাবতো বইটা খুলে আরেকবার পড় ।

আজ সেই বেলা গিয়েছে খবর কাগজের পাতায়

রাত গিয়েছে ফোনের কিনারায়,

ফেরিওয়ালার বাসি কেড়েছে মাইকের স্লোগানে

ছোট্ট অমল লুকিয়েছে দরজার কোনে ।

মহেশের গল্প থেকে গেছে ছেঁড়া কাগজে 

আজ শুধু মন বলে কি লিখবো সোশাল মিডিয়াতে । 


লেগেছে সবাই লিবারেল হতে

ভুলে গেছে পাসের ঘরে কোনও নারীর ব্যকুলতাকে ।

হচ্ছে সবাই আধুনিক

থেকে যাচ্ছে একেলা বৃদ্ধ বৃদ্ধা ঠিক ।

ভাঙছে সমাজ গড়তে নতুন ভাবে

আজও নালন্দা আছে দাড়িয়ে ঐতিহ্যের ইমারতে ।

বলতে হবে বলে বলছে অনেকে

শুনতে হবে বলে শুনছে কেউ এখানে ?

হারাচ্ছে গড়ে আসা ছোট্টোবেলার সম্পর্কগুলো

কিছু হচ্ছে তো উন্নতি তবে কেন তুমি ব্যতিব্যস্ত ! 


বলতে চাই কত কথা

শোনাব কারে কে শোনাবে ব্যথা ।

ব্যথার আগুনে পুড়াতে চাই

যন্ত্রণার জবাব যন্ত্রণায় দিতে চাই,

কটূক্তি করে নিচে নামাতে হবে

কিছু করতে না পারি মনে আঘাতটা তো দিতেই পারে ।

ঘটনা ঘটে কোন বিষয়ে

লোকে কথা বলে কি নিয়ে,

শান্ত নম্র শিষ্টাচার হারিয়েছে কিসে

এতো উন্মত্ততা এতো ক্রোধ এলো কোন বাতাসে ।


ছোট্টোবেলার খেলার মাঠের লাথ

পরদিনেই তার পাশে জমিয়ে টুকাটুকির চ্যাট.

বিকালবেলায় বন্ধুর তরে আড়াআড়ির কাট

রাত পেরলেই ভোর সকালে বন্ধুকে তুই ডাক ।

স্কুলের পাসে ফুচকার সাথে টাকা নিয়ে টানাটানি

বন্ধু তুই কাল খাইয়েছিস আজ আমার বারি ।

সময় কি পালটিয়ে গেছে ?

আজ স্কুলের পাসে পুলিস ফেরি কিংবা নিরাপত্তার ঢের

সিসিটিভি ক্যামেরায় ক্লাস ফাকির বকা আর নেই ফের ।

ফুচকার পাসে একি বড় বড় হোল্ডিং

ভীর করলেই তাড়া, আসছে কেও করতে চ্যাটিং ।

ধার বাকি আজ সব ডিজিটালের খেল

বন্ধুর ঘার চেপে ঘরে ফেরা হয়েছে মেল । 


ভাইরে আজ মিস করি তোদের

কিন্তু বড্ড ভয় করে

পালটিয়ে যাস নিতো রে ।

সময়ের সাথে বদলিয়েছে অনেক কিছু

জীবনের উন্নতির তরে কষ্ট তো করেছ দিয়ে সব কিছু।

শুধু বলি ভীরের মাঝে হারিয়ো না অজানাদের মতন

বন্ধু তুমি থেকো আলাদা চিনে নিও ঠিক আগের মতন ।

ছোট্ট বেলায় ছোট্ট চাওয়া ছোট্ট ছিল সমাজ

আজ ভীরের মাঝে কাজের মাঝে হারিয়ে যে যায়

পুরনো সেই দিনের কথার সাঁজ ।


সাঁঝবাতির আলোয় সন্ধ্যা নামবে

এ ফকির হারিয়ে যাবে

মাঠ ময়দানের ধারে থেকে যাবে পুরনো স্মৃতির কেও ।

বলে যেতে চাই তারে একবার,

ছিলাম আমরা একসাথে

ছেলেমানুষি আর নিষ্পাপ বদমাইশিতে,

ছিলাম আমরা একসাথে দাদা দিদিদের বকাঝকাতে,

ছিলাম আমরা বাংলার কবিতাতে

লুকতাম ভালো না লাগার ক্লাসেতে |

চলতাম মাঠে খেলতাম দল হিসাবে

হারেতে যন্ত্রণাতে ডাক্তারের চেম্বারেতে 

থাকতাম ঠিক বন্ধুর পাসেতে ।

বিনা অপরাধে বন্ধুর শাস্তি নিতাম মুখে হাসি চেপে,

বদলা নিতাম ঠিক দুপুরে তার টিফিনে ভাগ বসিয়ে ।

বন্ধু তোরে আজ পাব কোথায় 

তুই যে নেস্ জলে আকাশে বাতাসে মিসে ।  


তবে ছিল একদিন

সেদিন হারিয়েছে;

তবে রেখ মনে চিরদিন, একদিন ছিল সেদিন |

তবে ভুলনা কোনদিন, একদিন ছিল সেদিন ।।


#dedicated_to_all_my_childhood_friends. Miss you. 

by shayaranapan

 

Comments