তোমাকে আমি ভালোবাসি

The Journey Without You Is A Journey That Needs To Be Completed. But A Journey With You Is Like The Pilgrimage That Will Continue Till The Lifetime.


তোমাকে আমি ভালোবাসি

কথাটা খুবই ছোট্ট কথা,

তোমার জন্য মরতে পারি

কথাটা খুবই মিথ্যা কথা |


শুধু বলতে পারি সঙ্গে তোমার

চলব সারা পথে,

হচ্ট খেলে ধরব ঠিক তোমায়

ঠকাবনা কভু এ জীবন পথে | 


বন্ধ চোখেও জানবে তুমি

আছি তোমার পাসে,

বিনা কথায়ও দেখবে তুমি

বুঝবো তোমায় ভালোবেসে | 


তোমার তরে চন্দ্র তারা আনব আমি ভেঙে

দুনিয়ার সব সুখ দেবো আমি এনে | 

অলিক বলে অলিক সুখে ভাসাবনা কভু

বলতে পারি আমার আগে তোমার কথা ভাববো আমি শুধু | 


ভালোবাসার সোনার তরী ভাসাব আমি জীবন নদে

তোমার মতন যাত্রী পেলে দেবো পাল তুলে,

এ মাঝীর উপর রেখো বিশ্বাস পৌঁছিয়ে দেবো ঠিক পাড়ে,

যদি ডুবি তোমাকে ছাড়া পৌঁছাব নাকো ঘাটে |


ভালোবাসার দিগন্ত জুড়ে অশেষ রকম কল্পনার ছটা

বাস্তব আর অনুভূতির এ এক অসীম রূপকথা,

তোমাকে আমি ভালোবাসি এ ছোট্ট একটা কথা

আমি কি তোমার তরে যোগ্য পাত্র এটাই হল প্রশ্ন-গাঁথা |


যোগ্য অযোগ্যের মূল্যায়নে মোর ভালোবাসা পরিক্রান্ত

ভবিষ্যৎ জানেনা কেহ তবুও তার পর্যালোচনায় সব পরিশ্রান্ত,

তুমি থাকবে কোথায় ভালো সেই আলোচনায় সব ব্যতিব্যস্ত

ভালোবাসা হয়েছে আজ ইতিহাসের সমাধিস্থ |


ছোটবেলার স্কুলে যাওয়া স্বাবলম্বিতার সুত্ররেখা

সময়ে তরে হারিয়ে যাওয়ার অবলমম্বিতার গাত্ররেখা,

নিজের জীবন পরের হাতে তুলে দেওয়ার প্রবণতা

সমাজের জীবন গাথায় ভালোবাসা যে শুধুই বিনম্রতা |


বাস্তবতার চোরাবালিতে আটক আমি বন্দী খাঁচায়

অক্ষমতার চোরাস্রোতে বন্দিত আমি প্রশ্ন খাতায়,

তোমার আমার ভালোবাসা হয়েছে আজ আঁধারে

ভালোবাসা দাঁড়িয়েছে কাঠগড়ায় তার সক্ষমতার বিচারে | 


প্রাণ জুড়ে ভালোবাসি তোমায় আমি সব মানি

তবুও এ বিচারে হার আমার আমি জানি,

ভালো থেকো সুখে থেকো সকল আসা পূর্ণ করো

ভালোবাসি তোমায় এই ছোট্ট কথাটি মনে রেখো |


লড়াই পথে বিনা লড়ে হারবোনাকো কভু

ভালোবাসার তরে লড়বনাকো তবু,

ভালোবাসা আর ভালোবাসার তরে সর্ত নেই কভু

আমি তোমায় ভালোবাসি এ সত্য বদলাবেনা বদলে গেলেও ঋতু |


জীবন পথে হরেক কোনে মিলবে বহু সেতু

মিলবে পথ মিলবে পাড় জুড়বে জীবন ঋতু,

সাঁঝের তরে গৃহে পরে জীবন রেখার অন্তিম টানে

থাকবে তুমি চলবে তুমি মোর যে জীবন তোমার পানে ||


তোমাকে আমি ভালোবাসি ছোট্ট একটা কথা 

তোমাকে আমি ভালোবাসি সত্যিকি ছোট্ট একটা কথা ||

by shayaranapan

Comments