| from the walking on last path to the new born fraternity, my love and care remains till the eternal eternity. |
গত-প্রজন্মের বিদায়ের ঘণ্টা বেজে উঠেছে,
দূর দিগন্ত থেকে এক ধ্বনি শোনা যাচ্ছে,
"সময় হইয়া গেছে ফিরে এসো তোমরা
শুরু হইয়াতেছে নতুন জীবনের ধারার"।
নব-প্রজন্মের হাত ছাড়াইয়া চলে যেতেছে জীবন ,
শূন্য একাকীত্বের মরুভূমিতে রেখে যেতেছে শুধুই ক্রন্দন ।
সম্পর্কের বেড়াজাল কাটিয়া হাড়িয়ে যেতেছে প্রীতি.
থেকে যাচ্ছে শুধুই না ভোলানো অমর্ত্য স্মৃতি ।
সময়ের নিয়ম হয়েছে, ধ্রুব সত্য সম্মুখে এসে দাঁড়িয়েছে,
কড়া নাড়াচ্ছে চির নিদ্রার সফর, না ফেরার তরী এসে গেছে ।
প্রাচীর তুলিয়া শিকল বাঁধিয়া ঘরের কোণে লুকাইয়া পারিবে না ধোঁকা দিতে
সে যে বিধাতা তাঁরই সব লেখা, তাঁরই সব সৃষ্টি, তাঁর চোখ এড়াইবে কিসেতে ।
চলে যেতে তো হবেই কিন্তু যাওয়ার আগে কাজ যে সবার একটি,
নব-প্রজন্মের হাতে তুলে দিতে হবে এগিয়ে চলার সাথীটি ।
যেন মোর বিয়োগান্তে থাকে যেন কেও, দেখে যেন কেও, বাসে ভালো যেন কেও,
মোর শূন্যতায় রাঙে যেন কেও, ভরে রং যেন কেও, সঙ্গে চলে যেন কেও ।
কিন্তু ইচ্ছাগুলো কি পূর্ণ হয়েছে, না হবে, কেইবা বলে দেবে,
প্রশ্ন যাকে করা হয়, সে যে নিশ্চুপ নিরাকার, কোথায় তাকে পাবে ।
তবুও বিদায় বেলা শেষ কথাটা এটাই ভেসে ওঠে দিগন্তের বাতাসে,
থেকে যাওয়া স্পন্দনগুলো থাকে যেন ছেড়ে যাওয়ার স্পন্দনের পাশে ।
নতুন-প্রজন্ম কি তৈরি হয়েছে এই সত্যকে জানতে বুঝতে,
থেকে যাওয়া স্পন্দনেরা কি শুনতে পেয়েছে বাতাসের কোণাতে,
যে শ্রবণহীন ধ্বনি চিৎকার করে বলে যাচ্ছে
তা কি কেও শুনতে পাচ্ছে বুঝতে পাচ্ছে ।
কেও পেয়েছে সাথী এই সত্যকে মানিয়ে নেওয়ার,
কেও একাকী আজও আলিঙ্গন-রত মিথ্যার,
ভিন্নতা আর ভিন্নতায় পরিপূর্ণ এ সমাজ
কোথাও কি আমরা হতে পারি এক আজ !
পুরনো সম্পর্কের সাথে নতুন সম্পর্কগুলো আজ এগিয়ে চলার বাহন,
হারানো জীবনের সাথে নতুন জীবনই আজ বেঁচে থাকার কারণ ।
কিন্তু কোথাও কেও এখনো নতুন সম্পর্কের বেড়াজালে ধরা দিতে পারে না,
চিন্তা আর উদ্বিগ্নতায় বাঁধিত বন্দীকে পুরনো সম্পর্কগুলোও আর বুঝতেও চাহে না ।
রুগ্ন বেলায় সম্পর্কের মাটিগুলো কেমন ভেজা ভেজা দেখায়,
সম্পর্কের ভীতগুলো কোথাও যেন কৃত্রিম সেটাই শেখায় ।
ইচ্ছা আর সহমর্মিতাগুলো আঁধারে আচ্ছন্নতা পায়,
সবার মাঝে তাই যেন কেমন নিজেকে একা একা পাওয়া যায় ।
একার চলার পথেতে কেও ধরে হাত কেও ছাড়ে হাত,
তবুও পথ যে চলমান তার সাথী মোরা, তারই হাতেতে সুপ্রভাত;
সত্য না বদলাবে না মিথ্যার আঙ্গিনা ছাড়া হবে
দোদুল্যমান জীবনে কাণ্ডারি তুমি কে হবে ?
আজ হোক বা কাল হোক সোনার তরী একদিন আসিবে,
কাণ্ডারি তুমি নিয়ে যাওয়ার পথেতে শুধু একটি ছবিই দেখাইবে,
রেখে যাওয়া সত্যগুলো যেন মিথ্যার আঁচল না ছাড়ে
সত্য যেন ফেলে আসা প্রজন্ম থেকে চির দূরে থাকিতে পারে ।
নব-প্রজন্মের কাছেতে একটাই বার্তা রেখে যেতে চাই;
"থেকে যাওয়ার স্মৃতিগুলোকে পাশে নিয়ে এগিয়ে চলো জীবনের পথেতে,
পরো-প্রজন্ম চেহে আছে তোমাদেরই অভঙ্গুর রচনাতে,
দুঃখ্য করো, ক্রন্দন করো, তবে শক্ত হয়েয়ো সময়ের সাথেতে,
কিন্তু থেমো না কক্ষনো, এগিয়ে চলো পরো-প্রজন্মের স্মৃতিতার্থে, চরম সত্যের সন্ধানেতে"।।
by shayaranapan
Comments
Post a Comment