| waving hands want to gather all the lives in the air for the heart, because someone special lives in there forever |
বলতে চাওয়ার কথা গুলো
বলা হল না,
তোমার সাথে দেখতে চাওয়ার স্বপ্ন গুলো
দেখা হল না ।
দূর থেকে উকি মারা,
তোমার কাছে আসতে চাওয়া,
তোমার পাসে থাকতে পাওয়া,
আর হল না ।
ভুলিয়ে দিয়ে আমায়
উড়ো পাখির ডানায়
ভাসলে তুমি তেপান্তরে
হাড়িয়ে গেলে স্মৃতির ঘোড়ে ।
উদাস মনে ব্যথা জাগে,
তোমার কথা মনে পরে;
সমাজ জালে বন্দী খাঁচায়
উড়ো পাখি শিকল গাঁথায়
হাড়িয়ে যায় ভালোবাসা,
তোমার আমার জীবন গাঁথা ।
পরের জনমে আমার হবে,
স্বপ্ন আমার তোমার রবে
অশ্রু বিন্দু চোখের কোনে
পরান যে যায় জ্বলে;
তুমি আমার নাইকো হবে,
জীবন তুমি সঙ্গে তবে
চলো মরু প্রান্ত তরে
দিগন্তের অন্তিম ক্ষণে ।
ভগ্ন মনে দুয়ার থেকে
খেলনা বাটীর স্মৃতির পরে,
থাকবে তুমি চির তরে,
ভুলবো নাকো কভু;
তোমাকে আমার মনে পরে ।
বিধাতার বিধান সত্য হবে,
ভাগ্যের লিখন অখণ্ডিত থাকবে,
তবুও মন যা চায় গান গাইবে
শেষের আগে শেষ না হইবে ।
ভালোবাসি ভালোবাসি ভালোবেসে ভালোবাসি;
তোমার আমার গাঁথাটা কি ?
প্রশ্নের জালে না ধরা দিয়েছি
উত্তরটা ঠিক বলেছি
ভালোবাসি ভালোবাসি ভালোবেসে ভালোবেসেছি ।।
by shayaranapan
Comments
Post a Comment