ভালোবেসে ভালোবেসেছি

waving hands want to gather all the lives in the air for the heart, because someone special lives in there forever

বলতে চাওয়ার কথা গুলো

বলা হল না,

তোমার সাথে দেখতে চাওয়ার স্বপ্ন গুলো

দেখা হল না । 


দূর থেকে উকি মারা,

তোমার কাছে আসতে চাওয়া,

তোমার পাসে থাকতে পাওয়া,

আর হল না ।


ভুলিয়ে দিয়ে আমায়

উড়ো পাখির ডানায়

ভাসলে তুমি তেপান্তরে

হাড়িয়ে গেলে স্মৃতির ঘোড়ে ।


উদাস মনে ব্যথা জাগে,

তোমার কথা মনে পরে;

সমাজ জালে বন্দী খাঁচায়

উড়ো পাখি শিকল গাঁথায়

হাড়িয়ে যায় ভালোবাসা,

তোমার আমার জীবন গাঁথা ।


পরের জনমে আমার হবে,

স্বপ্ন আমার তোমার রবে

অশ্রু বিন্দু চোখের কোনে

পরান যে যায় জ্বলে;

তুমি আমার নাইকো হবে,

জীবন তুমি সঙ্গে তবে

চলো মরু প্রান্ত তরে

দিগন্তের অন্তিম ক্ষণে ।


ভগ্ন মনে দুয়ার থেকে

খেলনা বাটীর স্মৃতির পরে,

থাকবে তুমি চির তরে,

ভুলবো নাকো কভু;

তোমাকে আমার মনে পরে ।


বিধাতার বিধান সত্য হবে,

ভাগ্যের লিখন অখণ্ডিত থাকবে,

তবুও মন যা চায় গান গাইবে

শেষের আগে শেষ না হইবে । 


ভালোবাসি ভালোবাসি ভালোবেসে ভালোবাসি;

তোমার আমার গাঁথাটা কি ?

প্রশ্নের জালে না ধরা দিয়েছি

উত্তরটা ঠিক বলেছি

ভালোবাসি ভালোবাসি ভালোবেসে ভালোবেসেছি ।।

by shayaranapan

Comments