| Every Sunrise And Sunset I asked To The World "Can I Be With Her?" Something Whispers "She Is In Every Where". |
দেখেছি তোমায় যবে
ভালো লেগেছে আমার তবে,
চেয়েছি বলতে তোমারে কভু
সত্যি বলছি কাছে থাকতে চেয়েছি শুধু |
নিঃসঙ্গ জীবনে বন্ধু হতে
একাকী মনে দুহাত বাড়িয়ে,
চেয়েছিলাম চলতে শুধু
মিথ্যা নয়, শুধু বলিনি কভু |
ভালোবাসা আর ভালোলাগার মাঝে
বিদ্ধ হয়েছে মন বারে বারে,
বলতে চাওয়ার আর বলতে পারার মাঝে
রুদ্ধ হয়েছে মন প্রতিবারে |
তোমার অযান্তে তোমায় দেখা
মনের মাঝে তোমার ছবি আঁকা,
জীবনের মাঝে তুমি এক তরু ছায়া
অপারকের কাছে তুমি এক মরিচিকা |
দুরে এক অজানা পথে চলেছ তুমি অযান্তে
নিয়েছি পিছু তোমার তোমারই অজ্ঞানে,
ডাকিবে কি কভু আমায় সাথী রূপে
এখনো তো জাননি সত্য কি আমার পরিধানে |
বলার কথাটা বলতে যে পারবনা
ভীতু মনে সত্যটা যে দেয় বরই যন্ত্রনা,
অপারক এক প্রান, শুধু এটুকুই বলা
অজানা এক ভালোবাসার না বলা রূপকথা |
কাপুরুষতা হোক বা হোক মুর্খতা
আসাতেই আসা এ মোর ভালোবাসা,
রাতের স্বপনে ভাসে এক ভোরবেলা
অযান্তেই তুমি মোর শুকতারা |
কাগজের পাতায় তুমি এক ছবি
ঠিকানা তোমার অযানা এক বাড়ি,
আমার কাছে তুমি এক পরী
অর্পুন্য কামনার এক সোনার তরী |
আলবেলা এ মন আবলতাবল সারাক্ষন
খুঁজী তোমায় বারেবারে শুন্য একের মেলবন্ধনে;
প্রশ্ন তোমার জাগে মনে, হবে নাকো কভু রবে
তবু কেন অজান্তে ভালোবাসি শুধুই তোমারে |
উত্তর খানা আছে এক, তবে অযান্তেই থেকে যাক;
কোনো এক অযানা মোরে মিলি যদি তোমার তরে,
বলবো তোমায় হৃদয় জুড়ে
শুধু একটি কথাই আছে মনে;
যদি সে সময় আসে
মোর প্রান তোর হৃদয়ের মাঝে,
রেখো ভরসা ভালোবাসি শুধু
সত্যি বলছি আমি এক অচেনা তোমারই বন্ধু ||
by shayaranapan
Comments
Post a Comment