| I, Who Discriminate In The Shadows Of Silence. Is There Any Light Which Can Unmask Mine? |
শিক্ষিত আমি শিক্ষিত |
আমি শিক্ষিত নাগরিক, আমি শিক্ষিত |
রাস্তার পারে দোকানের ধারে নালা গলির কোনে,
চোখ বন্ধ দম বন্ধ হচ্ছে শিক্ষা, শিক্ষিত তুমি কোন পানে |
শিক্ষা আমার হাতিয়ার উপাধি আমার অলংকার,
সমালোচনায় আমি যে বিদ্বান বরই দমদার |
প্রশ্ন আমি উত্তর আমি সমালোচক আমি,
অন্ধকারে অন্ধকার খোলসহীন এই জ্ঞানী |
হিংসার পাসে আমি লুকাইত লোভের তরে ক্ষুদাইত,
প্রতীবাদে ভীত দুর্বলের রবে আমি শিক্ষিত |
কলম উচাইয়া ছায়ায় বসিয়া আঁকি ছবি ভবিষ্যতের,
বইয়ের পাতায় শিক্ষার ছায়ায় দেখি স্বপ্ন মনুষ্যত্বের |
দুরে রাস্তায় পাসের গৃহায় বেআবরু হচ্ছে শিক্ষা,
দুর্বল নারী আর প্রতিবাদীর হচ্ছে পরীক্ষা |
পাস আর ফেল সবই ছলনা নীঃস্চুম বুদ্ধিমত্তা,
শিক্ষিত হয়েছে যন্ত্র হৃদয়হীন তার মনুষ্যত্তা |
ভীরে সব দাড়িয়ে সাহেব সাজিয়ে শিক্ষিতের পরিচয় লইয়া,
আমি শিক্ষিত নাগরিক আমি আজ বরই অসয়া |
জ্ঞানে আমি বড় খিলাড়ী জানি সব,
তবু কেন পুত্র চেয়ে ডাকি আমি রব |
চুরি করা অপরাধ ভিক্ষা করা মহাপাপ শিখেছি আমি,
তবে পনের বোঝা লইয়া বলি কি করে "চিরজীবন দেখিব আমি" |
মানুষ কোন বস্তু নয় আছে তার সত্তা,
ঘড়ের লক্ষ্মী আনিতে গিয়া যার নেই কোনও বাস্তবতা |
ঘড়ির কাটায় পরনের গাঁথায় অপরাধীর আত্মাকাক্ষায়,
আজও নারী তুমি অপরাধী শিক্ষিত সমাজ স্বাধীনতা কোথায় |
ভালোবাসা আজও গোপন দুয়ারে
ধর্ম তুমিও অন্ধকারে,
পরকীয়া আজও নৈতিকতার বেড়াজালে
আইন তুমি কিনা শিক্ষিতের অহংকারে |
মনের ব্যথা সত্য কথা হয়েছে অশ্লীলতা,
নুংরামী অপমানী বেসরমী হল আজ আত্ম-ব্যথা |
নগ্ন শরীররে সম্মানের অধিকারে আজও প্রশ্ন তারই দিকে,
অপরাধ তুমি থেকে গেছো এখনও শিক্ষিতের স্বপনে |
শিক্ষা তুমি আজ প্রশ্ন জ্বালে বন্দিত,
তোমার সিংহাসন হয়েছে অসংরক্ষিত |
পুস্তকের ওপারে দুনিয়া বরই ছন্নছাড়া,
সমীকরণ ব্যাকরণ হয়েছে কৌতুকের রসমালা |
অন্ধকারে ডুবিয়া মিথ্যা জ্বালে বাঁধিয়া উচ্চস্বরে বলি আমি ঠিক,
আমি শিক্ষিত, আমি শিক্ষিত এক নাগরিক |
তুমি হে কবি বল যত সব দুনিয়া শুনিবেনাকো কভু,
জানো কি তুমি, আমি শিক্ষিত, আমি এক শিক্ষিত নাগরিক ||
by shayaranapan
Comments
Post a Comment