| shackles can stop me to live with you, but nothing can stop me to be with you in eternity |
যদি তুমি একবার বলো
তবে ফিরে আসব আবার
ওই মেঘের দেশ থেকে ;
ফিরে আসব পিরামিডের কোল হতে ;
চলে আসব নরকের প্রাচীর ভেঙে ৷
ধরব তোমার হাত পথ চলার
যে পথে চলতে চাও তুমি আবার
যেথায় দেয়নি কেও তোমার সাথ ;
ছেরে গেছে সবায় তোমার হাত ;
থেকে গেছ তুমি হয়ে জীর্ণ ফুটপাত ৷
বলে ছিলাম তোমাকে
মনে আছে কিনা জানিনা
তবে তার আর দরকারও হয়না ;
সেদিনকার কথা মনে পরেও পরেনা ;
কেননা নেই আর আমার জীবন তৃষ্ণা ৷
তবে যদি ফিরে আসি তো বলতে চাই
বলে ছিলাম তোমাকে থাকব পাশে সর্বদাই
যখনি একবার তুমি বলবে ইশারায় ;
চলে আসব নিমেষে হয়ে তোমার সায় ;
চলব তোমার সাথে নির্দ্বিধায় ৷
যন্ত্রণা নিয়ে এই বুকে চলে গিয়েছিলাম
ব্যর্থতার নিরাশা নিয়ে মোহমুক্ত হয়েছিলাম
কিন্তু তুমি তো মোহ ছিলে না ;
তুমি ছিলে আমার জীবন মোহনা ;
জলছবির মতন অঙ্কিত হয়েছিল এ জীবন সাধনা ৷
কিন্তু সব হারিয়েছিল নিমেষে
যখনি ছেড়েছিলে আমার হাত অজানা সুখে
মেরেছিলে আমার ভালোবাসার আস্থাকে ;
অবিচারের মতন সরিয়ে ছিলে আমাকে ;
একবারও তাকাওনি হৃদয় দৃষ্টি বারিয়ে ৷
তাই চলে গেছিলাম মনের আর্তনাতে
সরিয়ে দিয়ে ভুলে গেছিলাম সকল বার্তাকে
নজর এড়িয়ে গিয়েছিল তোমার চোখের কোনে ধরা অশ্রু বিন্দুটাকে ;
তখন ভাবিনি যে একদিন তুমি একাকী হবে ;
ডাকবে তোমার চেনা সেই বন্ধুটাকে ৷
যে বন্ধু একদিন ওই হাত ছেরে ছিল হাত পায়নি বলে
যে বন্ধু বন্ধু হতে চায়নি তুমি হওনি ধরে
যে পাগল জানেনি অকথিত অভিসারকে ;
তাকে তুমি চাও আজ ওই পথে এক সাথে চলাতে ;
ভেঙেছিল যে ভালোবাসা আর রূপকথার মাপকাঠি শুধু নিজের স্বার্থে ৷
কাস্ সেদিন যদি ভাবতাম আজকের দিনটাকে
মনে যদি পরত একবার এমনটাও হতে পারে
তাহলে থমকে যেথাম নাফেরার পথের শুরুতে ;
ফিরে আসতাম আমি তোমার গৃহের সম্মুখানে ;
থাকতাম সেথায় কুটির বানিয়ে তোমার আহবানের প্রতীক্ষাতে ৷
হয়েগেছি আজ মিথ্যাবাদী হয়েগেছি পরাধীন
যার জালে ধরা দিয়েছিলাম সে করেছে আমাকে স্পন্দনহীন
বেঁধে রেখেছে সে আমাকে তুলে অভঙ্গুর প্রাচীর ;
বলেছে যেতে দেবেনা কেননা আমি হয়েছি হরির ;
হবেনা আর আমার তোমার পাসে চলার ৷
এ যন্ত্রণার জ্বালার মুক্তি কোথায়
মরণের পরও যন্ত্রণার নিবারণ বেথায়
চাইলেও পারবনা যে আর দেখতে তোমায় ;
এ যন্ত্রণা সইতে হবে আমায় ;
জানিনা কবে দেবে হরি বিদায় ৷
তবে বলে যেতে চাই একটি কথাই, তোমায় একা ছেরে ভুল করেছিলাম
তোমার পাসে না থেকে ভালোবাসার পথে বন্ধুত্বকে ভুলেগেছিলাম
শতবার চাই ক্ষমা দাবানলে জ্বলে নিজের অপরাধের প্রায়শ্চিত্তার্থে ;
যদি আসিতে পারি আমি আর একবার তোমার সান্নিধ্যে ;
তবে থাকব আমরণ তোমার পাসে যেমনে তুমি আমারে মানিবে ৷৷
by shayaranapan
Comments
Post a Comment