আসিতে আর না পারি

shackles can stop me to live with you, but nothing can stop me to be with you in eternity

যদি তুমি একবার বলো

তবে ফিরে আসব আবার

ওই মেঘের দেশ থেকে ;

ফিরে আসব পিরামিডের কোল হতে ;

চলে আসব নরকের প্রাচীর ভেঙে ৷


ধরব তোমার হাত পথ চলার

যে পথে চলতে চাও তুমি আবার

যেথায় দেয়নি কেও তোমার সাথ ;

ছেরে গেছে সবায় তোমার হাত ;

থেকে গেছ তুমি হয়ে জীর্ণ ফুটপাত ৷


বলে ছিলাম তোমাকে

মনে আছে কিনা জানিনা

তবে তার আর দরকারও হয়না ;

সেদিনকার কথা মনে পরেও পরেনা ;

কেননা নেই আর আমার জীবন তৃষ্ণা ৷


তবে যদি ফিরে আসি তো বলতে চাই

বলে ছিলাম তোমাকে থাকব পাশে সর্বদাই

যখনি একবার তুমি বলবে ইশারায় ;

চলে আসব নিমেষে হয়ে তোমার সায় ;

চলব তোমার সাথে নির্দ্বিধায় ৷


যন্ত্রণা নিয়ে এই বুকে চলে গিয়েছিলাম

ব্যর্থতার নিরাশা নিয়ে মোহমুক্ত হয়েছিলাম

কিন্তু তুমি তো মোহ ছিলে না ;

তুমি ছিলে আমার জীবন মোহনা ;

জলছবির মতন অঙ্কিত হয়েছিল এ জীবন সাধনা ৷


কিন্তু সব হারিয়েছিল নিমেষে

যখনি ছেড়েছিলে আমার হাত অজানা সুখে

মেরেছিলে আমার ভালোবাসার আস্থাকে ;

অবিচারের মতন সরিয়ে ছিলে আমাকে ;

একবারও তাকাওনি হৃদয় দৃষ্টি বারিয়ে ৷


তাই চলে গেছিলাম মনের আর্তনাতে

সরিয়ে দিয়ে ভুলে গেছিলাম সকল বার্তাকে

নজর এড়িয়ে গিয়েছিল তোমার চোখের কোনে ধরা অশ্রু বিন্দুটাকে ;

তখন ভাবিনি যে একদিন তুমি একাকী হবে ;

ডাকবে তোমার চেনা সেই বন্ধুটাকে ৷


যে বন্ধু একদিন ওই হাত ছেরে ছিল হাত পায়নি বলে

যে বন্ধু বন্ধু হতে চায়নি তুমি হওনি ধরে

যে পাগল জানেনি অকথিত অভিসারকে ;

তাকে তুমি চাও আজ ওই পথে এক সাথে চলাতে ;

ভেঙেছিল যে ভালোবাসা আর রূপকথার মাপকাঠি শুধু নিজের স্বার্থে ৷


কাস্ সেদিন যদি ভাবতাম আজকের দিনটাকে

মনে যদি পরত একবার এমনটাও হতে পারে

তাহলে থমকে যেথাম নাফেরার পথের শুরুতে ;

ফিরে আসতাম আমি তোমার গৃহের সম্মুখানে ;

থাকতাম সেথায় কুটির বানিয়ে তোমার আহবানের প্রতীক্ষাতে ৷


হয়েগেছি আজ মিথ্যাবাদী হয়েগেছি পরাধীন

যার জালে ধরা দিয়েছিলাম সে করেছে আমাকে স্পন্দনহীন

বেঁধে রেখেছে সে আমাকে তুলে অভঙ্গুর প্রাচীর ;

বলেছে যেতে দেবেনা কেননা আমি হয়েছি হরির ;

হবেনা আর আমার তোমার পাসে চলার ৷


এ যন্ত্রণার জ্বালার মুক্তি কোথায়

মরণের পরও যন্ত্রণার নিবারণ বেথায়

চাইলেও পারবনা যে আর দেখতে তোমায় ;

এ যন্ত্রণা সইতে হবে আমায় ;

জানিনা কবে দেবে হরি বিদায় ৷


তবে বলে যেতে চাই একটি কথাই, তোমায় একা ছেরে ভুল করেছিলাম

তোমার পাসে না থেকে ভালোবাসার পথে বন্ধুত্বকে ভুলেগেছিলাম

শতবার চাই ক্ষমা দাবানলে জ্বলে নিজের অপরাধের প্রায়শ্চিত্তার্থে ;

যদি আসিতে পারি আমি আর একবার তোমার সান্নিধ্যে ;

তবে থাকব আমরণ তোমার পাসে যেমনে তুমি আমারে মানিবে ৷৷

by shayaranapan

Comments