তোরে ভুলিবু কেমে্নে

May I Moved On, But My Love Always Be With Your Eye. May I Try To Forget, But You Always Remember Me In Your Life.

আমারে ছেড়ে গেলি তুই কেমে্নে,

আমারে ভুলিয়া গেলি তুই কেনেরে ৷


তোকে নিয়ে দেখেছি যে স্বপ্ন

আজ নেই তার কোনও চিহ্ন,

সে যে হারিয়েছে কোন পানে

তার বিনা জিব কিব্ কেমে্নে ৷


তোরে মনে বেঁধে গড়েছি যে ঘর

আজ সে ঘর হয়েছে ভগ্ন দুয়ার,

ভগ্ন দুয়ারে ব্যথিত মনে তৃষ্ণার চাহ্ননিতে

খুঁজি তোরে বারে বারে মিলিতে যে না পারে ৷


যেথায় ছিলুম তোর সব হয়ে

আজ নেই তার কোনও চিহ্ন তোর মনে,

আজ কোন অভিসারে তোর পরান যায় জ্বলিয়া রে

তোরে ভুলিবু কেমে্নে ৷


ক্রন্দনরত অশ্রু তোর কাছে পানি বিন্ নয় কিছু

মোর বুকের ব্যথা আর সতায় না তোরে কভু,

আজ বিবাগী তোর মন উড়ছে কোন বাতাসে

আমি যে হারাচ্ছি পলে পলে সময়ের পরিহাসে ৷


বলতে চাই তোরে কতো কথা

ভালোবাসা যে আজ শুধুই এক দুরাশা,

এমনে ছিন্ন জীর্ণ বিশ্বাসের গাঁথা

প্রেম হল আজ এক পরি-কথা ৷


পুরনো কথা মনে পড়িয়া যায়

তুই স্বপ্ন এক স্মৃতিতে হাতড়ায়,

ঘুম ভাঙল জাগিল ব্যথিত মনে

তুই নেই আছে শুধু-ই স্মৃতি, তোরে ভুলিবু আমি কেমে্নে ৷


তোরে কভু দিয়েছি ব্যথা সেথাতেই এই যন্ত্রণা

তোর বিয়োনে জ্বলিবু আমরণ এই হল মোর বন্দনা,

সুখে থেকো ভালো থেকো  যেথায় থেকো

থাকিব এক কোনে তোর জীবনের মাঝখানে 

পারবি কি দেখিতে কক্খ্যোনো সময়ের অপরাহ্ণে ?


চলিতে না পারি তোরে বিন্

তোর ছবি ভাসে সারাদিন,

থাকিব তোর পথে হয়ে এক পথিক তৃষ্ণাতে

ক্ষমা করিস আমারে, তোরে ভুলিবু কেমে্নে ৷৷

by shayaranapan

Comments