নতুন জীবন তোমার প'রে

I could not expect, being expected by your love. But I decided never leave you alone, always you keep being my life.

নতুন করে চলার পথে চলল মোর গাড়ি,

তোমায় নিয়ে দিতে চাই জীবন রথের পাড়ি;

সাথী তুমি হবে তো সকল যাত্রার সাথী,

আজ থেকে তুমি-ই মোর জীবন তুমি-ই মোর তরী ৷ 


সব সুখ দেব তোমায় বলতে তো চাই,

যদি কিছু হাড়িয়ে যায় দিও না তার সাই;

বোলো তোমার যা চাই জানিও তোমার আশা,

তোমার আশা নিয়েই কাটাবো আমি মোর দুরাশা ৷


কতো নিরাশা কতো আশা হাড়িয়ে পেয়েছি তোমায়,

আর বোলো না থাকতে দুরে আমায়;

হৃদয় সুরে মিলবে মন জুড়বে একাত্মা,

তুমি-ই মোর প্রিয়তমা তুমি-ই মোর নিশ্চয়তা ৷


ভালো তোমায় বাসবো ছোটো একটা কথা,

বলতে চাই তুমি-ই মোর বিধাতা;

তোমার চোখের স্বপ্ন আমি আনবো তোমার কাছে,

থেকো তুমি চিরজীবন এমনি করে পাশে ৷


ভুলের তরে সাজা দিও ছেরোনা কভু,

তোমাতেই বেঁধেছি যে আমার স্বপ্নের সেতু;

মনের মাঝে গড়েছ তুমি ছোটো একটা সোনার বাড়ি,

সেথায় গড়বো মোরা সংসার হবো সংসারী ৷ 


সমাজের চোখে মোরা দুটি ফুল,

কিন্তু যেন তুমি মোরা একটি মাত্র মূল;

তোমার ব্যথায় ব্যথিত হবো তোমার খুশিতেই খুশি,

তোমার সাথ ছাড়বনা কভু মনে রেখো তুমি ৷ 


অতীতকে বিদায় জানাই তোমায় আপন করে ডাকি,

আজ থেকে তুমি-ই সব এই প্রতিজ্ঞা করি;

থাকব দুজনা সুখে-দুঃখে এই সত্যটা লিখি,

আলো-আঁধার মাঝে থেকো সর্বদা হয়ে মোর পরী ৷


এসো তবে চলো এপথে সঙ্গে নিয়ে আমায়,

ঝড়-ঝঞ্ঝা আসুক তুফান কভু ছাড়িবনা তোমায়;

লাগুক কাঁটা উঠুক প্রাচীর বাঁধুক মরে শিকল জালে,

ভগ্ন করে সকল বাঁধা ঠিক থাকব আমি তোমার কোলে ৷ 


করেছি জীবন তোমার তোরে থেকো তুমি পাশে,

সকল ব্যথা ভুলে রেখো মোর মান তোমার মনে;

নতুন জীবন হোক ভালো এই প্রার্থনা করি,

চলো দুজনে টানি জীবন রথের দড়ী ৷ 


চলবে গাড়ি সূর্যের মতো থামবে জ্যোৎস্নায়,

তারার তলে রজনীর প'রে যাব মোরা নিদ্রায়;

সকল বৎসর চলবে না থামার এ গাড়ি,

নব যাত্রীর আগমনের তরে বইবে মোদের সোনার তরী;

বিধাতার তরে সুধু এই প্রার্থনা করি -

মোরা সুখে-দুখে যেন সর্বদা এক সাথে বাঁচি-মরি ৷৷

by shayaranapan

Comments