| True Friends Can Make The Sunset Beautiful Too, No Matter, If This Is The Last Sunset |
বন্ধু বলে ডাকো যদি
বন্ধু তবে থেকো তুমি,
রাতের আগে দিনের পরে
হাত বাড়ালেই ধরো তুমি ।
অন্ধকারের বাতি তুমি
রাতের আগে ছায়া খানি,
নিরাশায় সাহস তুমি
ভয়ের মাঝে তোমারেই ডাকি ।
সঙ্গে যদি চলো তুমি
দুঃখ্য কষ্ট বলে নাই কিছু জানি,
তোমায় ছাড়া চোরাবালি
আনন্দ সুখ বলে নাই কিছু মানি ।
বন্ধু বলে হাত বাড়িয়েছ,
জীবনের মাঝে একটা ঘর বানিয়েছ,
থেকো তুমি সারাটা জীবন,
তোমাকে ছাড়া আমি-যে হয়ে যাব নিস্তব্ধ বন ।
যখন তখন তোমারে ডাকি
হয়তো তোমারে একটু বিরক্ত করে থাকি;
রুষ্ট মনে সৃষ্ট রাগে
ভুলনা কভু এই বন্ধু যে তোমাকেই ডাকে ।
চলার পথে হাজারো বাধাতে
সখা তুমি চলো সাথেতে,
পথের ধারে গোলকধাঁধার মাঝেতে
ভুলিওনা তোমার এই ছোট্ট বন্ধুটাকে ।
ছুটির দিনে গল্পের শেষে
তুমি আমার শেষ জীবনান্তে,
হেরে যাওয়া বা হারিয়ে যাওয়ার দিনে
তুমিই আমার ভরসা অক্ষমতার মাঝে ।
বেঁধে তোমায় রাখবনা কভু
শিকল তালা হারিয়েছি বহু,
ফুলের মাঝে রবির পরে
ভালোবাসাই শেষ বন্ধুত্বের তরে ।
থেকো তুমি এমনিটি করে
রেখো তোমার পাসে যেমনিটি করে,
ভুলের তরে দোষের পরে
ধরিয়ে দিও আমায় আপন মনে করে ।
বন্ধু তুমি সঙ্গে তবে
চলো এ মোর যাত্রা-রথে,
উল্টো-রথের দিনেও তুমি
সঙ্গে থেকো এমনি ভাবে সাথে ।।
by shayaranapan
Comments
Post a Comment