বন্ধু তোমায়...

True Friends Can Make The Sunset Beautiful Too, No Matter, If This Is The Last Sunset


বন্ধু বলে ডাকো যদি

বন্ধু তবে থেকো তুমি,

রাতের আগে দিনের পরে

হাত বাড়ালেই ধরো তুমি । 


অন্ধকারের বাতি তুমি

রাতের আগে ছায়া খানি,

নিরাশায় সাহস তুমি

ভয়ের মাঝে তোমারেই ডাকি । 


সঙ্গে যদি চলো তুমি

দুঃখ্য কষ্ট বলে নাই কিছু জানি,

তোমায় ছাড়া চোরাবালি

আনন্দ সুখ বলে নাই কিছু মানি ।


বন্ধু বলে হাত বাড়িয়েছ,

জীবনের মাঝে একটা ঘর বানিয়েছ,

থেকো তুমি সারাটা জীবন,

তোমাকে ছাড়া আমি-যে হয়ে যাব নিস্তব্ধ বন । 


যখন তখন তোমারে ডাকি

হয়তো তোমারে একটু বিরক্ত করে থাকি;

রুষ্ট মনে সৃষ্ট রাগে

ভুলনা কভু এই বন্ধু যে তোমাকেই ডাকে ।


চলার পথে হাজারো বাধাতে

সখা তুমি চলো সাথেতে,

পথের ধারে গোলকধাঁধার মাঝেতে

ভুলিওনা তোমার এই ছোট্ট বন্ধুটাকে ।


ছুটির দিনে গল্পের শেষে

তুমি আমার শেষ জীবনান্তে,

হেরে যাওয়া বা হারিয়ে যাওয়ার দিনে

তুমিই আমার ভরসা অক্ষমতার মাঝে ।


বেঁধে তোমায় রাখবনা কভু

শিকল তালা হারিয়েছি বহু,

ফুলের মাঝে রবির পরে

ভালোবাসাই শেষ বন্ধুত্বের তরে । 


থেকো তুমি এমনিটি করে

রেখো তোমার পাসে যেমনিটি করে,

ভুলের তরে দোষের পরে

ধরিয়ে দিও আমায় আপন মনে করে । 


বন্ধু তুমি সঙ্গে তবে

চলো এ মোর যাত্রা-রথে,

উল্টো-রথের দিনেও তুমি

সঙ্গে থেকো এমনি ভাবে সাথে ।।

by shayaranapan

Comments