| Standing Alone For You |
তুমি আসবে বলে করছি অপেক্ষা
জীবনকে করেছি আলবিদা ।
তুমি আসবে বলে করছি অপেক্ষা
জীবন থেকে নিয়েছি আলবিদা ।
পারিনা আমি আর এ জালা সইতে
একা একা মরণ যন্ত্রণা বইতে ।
আর পারিনা আর পারিনা আমি আর ।
তুমি আসবে বলে দাঁড়িয়েছি ,
পারছিনা আমি ;
যন্ত্রণা, আর-যন্ত্রণা করছে গ্রাস আমায় ,
কেও দাও হাতটি বারিয়ে আমার দিকে
নিয়ে যাও আমায় বহু দুরে ; আমাকে ,
মুক্তির আসায় বাঁধিছি বাসা
আজকে হতে চাইনা নিরাশা ।
তুমি আসবে বলে সইছি আমি
পারছিনা আর ও-সাথী ।
জীবন আমায় দেয়নি তো কিছু
নিয়েছে সে আমার সব কিছু
যাকে চেয়েছিলাম হারিয়েছি তাকে
নেই কেও আর আমার পাসে ;
ব্যর্থতার যন্ত্রণা সয়েছি আমি বহুবার
হাত বারিয়ে হারিয়েছি হাত বারবার
তবুও শোনেনি কেও একবার ।
এভাবেই চলছে চলবে আমরণ
থাকবেনা পাসে কেও আজন্ম
তবুও তো আমি দাঁড়াব বারেবারে তার অনুসন্ধানে ।
তুমি আসবে বলে আছি আমি বেচে
জানিনা চলে যাব কোন সময়ে ।
যদি কেও আমার হৃদয় চেয়ে
বাসে ভালো একবার আমারে
থেকো তবে আমার শেষ দিনে
করে যাই এ আর্তনাৎ ।
জানিনা আর কবে, বলব আমি তোমারে
ভালোবাসি আমি শুধুই তোমাকে, আসমান জুরে
এভাবেই থাকব আমি তোমার প্রাণে
জন্মজন্মান্তর ধরে ।।
by shayaranapan
Comments
Post a Comment