![]() |
| Grab Hand For Supporting, Not For Snatching Dreams |
হাতে কলম খোলা খাতা মন হল ব্যথা,
যত শিক্ষা তত ব্যথা সব হল খেলা।
ছেলে বেলার শিক্ষার তরে শাসন আর লুকোচুরির খেলা
আজ হল শিক্ষা অজুহাত আর সময় কাটানোর ঠেলা ।
নারী তুমি আজও জন্মাও বিদায়ের তরে
তোমার বিদায়ের কান্না আজও সুখের,
তোমায় যতই মানুক লক্ষ্মী রূপে
আজও তোমার বিচার হয় সমাজের চোখে।
ছোট্ট বেলায় যে আঙ্গুল ধরে শিখাল হাটা
আজ তার কাছে হয়ে গেছি গলার কাটা,
হটাত করে দেখা রক্তে যখন শিউরে উঠেছিলাম
যে ছিল পাশে মমতার সাথে আজ তাকে পাসে কোথায় পেলাম ।
নারী তুমি পালটাও সময়ের হাত ধরে,
সময় তোমায় দেয়না তোমার কথা ভাবতে,
বয়স তোমার কাছে আজও বড় অভিশাপ
সমাজের চোখে কলঙ্কের সূত্রপাত আপনজনের বিলাপ।
নিষ্পাপ আদর থেকে বড় হতে দুরে সরিয়ে দেওয়া,
দুরে থেকে কারোর কাছে আপন হয়ে যাওয়া,
আপন থেকে নব আগমনের সেতু স্নেহত্তের দৃষ্টান্ত
তবুও পরের সম্পত্তি পরের বাড়ির লক্ষ্মী এটাই কি জীবনের বাক্যান্ত ।
নারী তুমি পরের ধন বিকশিত তোমার অস্তিত্ব
কৌলীন্য হতে সতী দাহ বিধবা বিবাহ হতে বাল্য বিবাহ,
প্রতিনিয়ত উঠেছে হাত তোমার বিদায়ের তরে
আইনই-ই তোমায় দিয়েছে সম্মান শিক্ষাই তোমার আপন হতে পারে।
শিক্ষিত হয়ে চেয়ে ছিলাম আনতে সম্মান তোমাদের প'রে
স্বপ্ন ছিল এনে দিতে তোমাদের সুখ হারানো দিনগুলোকে,
কিন্তু হায় বুঝতে পারিনি যে শিখিয়ে ছিল সত্যের ন্যায় লড়তে
সেই বুঝিয়ে দিল আমার হয়েছে বয়স এবার বিদায় নিতে ।
নারী তুমি ভেঙে পরনা সমাজের মারে
বীরাঙ্গনা তুমি, বিকশিত হতে আছে বাকি, যেতে হবে দুর পারে;
মহাভারতে যেথা লড়তে হয়েছিল নিজেরই পরিবারের সাথে
সেথায় তোমার লড়াই স্বার্থের নয় নিজের অস্তিত্ব রক্ষার্থে।
জানিনা কাল কি হবে চরিত্রগুলো সব অস্পষ্ট হচ্ছে
বিধাতার বিধানে হয়তো হারিয়ে যাব খরচের খাতাতে,
নিস্চুপ হয়েই কাটিয়ে দিতে হবে আমায় বাকি জীবনটাকে
কিন্তু আজ আমি হাড়িয়ে ফেললাম আমার আপনজনটাকে ।
নারী তোমার করুণা আর স্বার্থ ত্যাগ করল স্তব্ধ
নিঃস্বদ্ধে তোমার স্বপ্নের আত্মহত্যায় হলাম দগ্ধ,
তারাকি জানলো কোথাও হল বিদায়
এক নিষ্পাপ কন্যার হরি বোল হীনে,
যে এনেছিল আলো অন্ধকার দুয়ারে
আজ নিভিয়ে দিয়ে গেল আলো হাজারো আলোকের অপরাহ্ণে।।
By shayaranapan

Comments
Post a Comment