মনে রেখো স্মৃতির কোনে

Survive Together and Save The Nature

সময়টা বড্ড খারাব

চলছে নাকও সমাজ,

স্তব্ধ জীবন স্তব্ধ রাস্তা

স্তব্ধ আজ জীবনাকাঙ্খা ।


ব্যস্ত জীবনে হটাত করে পাওয়া

সময়টা বড্ড একেলা,

যার তরে করেছি এতো বাহানা

সেই আজ এসেও দিয়ে গেছে যন্ত্রণা ।


ঘরে বসে বসে ভাবছি আজ

যাব কবে করব কাজ,

না বলা কথাগুলোও হয়ে গেল শেষ

কাল কি দিয়ে শুরু হবে জীবনের রেস ।


শিশু মন আজ বরই চঞ্চলিত

বদ্ধ ঘরে বন্ধু দুরে শুধুই নিয়মে বন্দিত,

শিক্ষার্থী আজ শিক্ষার তরে ক্রন্দিত

ছুটিতে আজ ছুটি নয় এই সমাজ-বৃন্ত ।


সম্পর্কগুলো আজ কতই জীবন্ত

সমাজকে নিয়ে আজ সত্যি সবাই চিন্তিত,

পাসের জনের পাসে বাড়িয়েছে হাত

তুমি বাঁচো যদি বাঁচব আমি এটাই তো সূত্রপাত ।


বড্ড দেরি কি হয়নি বুঝতে আমাদের

বৃহৎ বিশ্বের ক্ষুদ্র সমাজে,

অতি ক্ষুদ্র কণার কাছে ঘর-বন্দী আমরা

লড়তে পারি যদি হতে পারি সর্ব পার্থক্য ভুলিয়া একাত্মা ।


হারাচ্ছি আজ হারাব আমরা অনেক কিছু

অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে তবুও থেকে যাবে নব দিগন্তের শিশু,

ইচ্ছা-কি হয়না সেথায় রেখে যাই আরও কিছু

ভালোবাসা আর বন্ধুত্বের এই মিলন সেতু ।


আসার কথা ফুরিয়ে যাবে ভুলিয়ে যাবে মিলন-গাঁথা

জীবন আবার এঁকে যাবে আমি তুমির বিভেদ রেখা;

তবুও স্মৃতির ফাকে যদি উঁকি মারো

মনে রেখো এই সময়টা শত দুখের মাঝেতে,

হয়েছিলাম একসাথে তবেই লড়েছিলাম দুঃসময়ে;

সেথায় আজ উঠল সকাল আলিজ্ঞনের অন্তরালে ।।


By shayaranapan

Comments