এ সময়

হিসেবের খাতায় আজ থেকে গেছে ফাঁক

সাদা পাতায় নামমাত্র দাগ,

কালের হিসাবে আজ থমকিয়ে কলমের কালি

উদ্বিগ্ন মনে নেই নিদ্রা আছে উৎকন্ঠার বালি । 


চোরা বালিতে নিমজ্জীত স্বপ্নের ঘন মেঘ

প্রতিহত হচ্ছে প্রতিনিয়ত আসার বেগ,

তারই মাঝে অঙ্কুরস্থ আগামীর সকাল

চিন্তিত মনে উদিত প্রশ্নে নিরুত্তর অপরাহ্নের বিকাল । 


কাগজের পাতায় দুনিয়ার কথায় স্তব্ধ কন্ঠস্বর

বিজ্ঞান আর প্রযুক্তি মিলেও থেকে গেছে নিরুত্তর,

দুপা বারাইয়া পথে চাহিয়া জনশুন্য এ নির্যন রাস্তা

দুয়ারের ধারে জানালার পাশে করুন নয়ন খুজিছে পরিত্রাতা । 


বৃদ্ধ বৃদ্ধা তটস্থ হয়িয়া নিস্চুপ ঘরের কোণে

যুবক যুবতী লুকাইছে বদ্ধ গৃহের দুয়ারে,

দোকানের পরে খুজিত চিত্তে সময় গিয়াছে দাড়িয়ে

প্রতি প্রহরে দদ্যুল্লরত ভবিষ্যত উৎবিগ্নতায় হাড়িয়ে ।


গৃহের ভীতরে সম্পর্কের মাঝেতে উত্তাল চিত্ত

কারনে অকারনে দন্ডিত আজ পাশের ব্যক্তিত্ত,

সীমাহীন জীবনে অযান্তে পাওয়া সীমাবদ্ধতায় রুদ্ধ অসহায়

সংযম আর মানবিকতায় পরিত্রাণ তবুও কাটছে দিন নিরাসায় ।


একটু আলোকরস্মী যেমনে করে ছিন্ন ভিন্ন রাখে অন্ধকারের সংস্লেষ

তেমনি মোদের লড়াই আনবে ঠিক যন্ত্রনার শেষ,

নতুন সকাল নতুন বাতাস ডেকে আনবে নতুন দিগন্ত

রেখে যাবে কিছু বিচারাধীন হৃদয় বিঁধিত না ভুলিতে পারার মুহুর্ত ।।


The Sun Will Arise With Freedom & Bliss But Till Then Keep Faith & Stay In Peace
By shayaranapan



Comments