এই পথ

Lonely road express the eternal love. 











রাস্তাটা কত নিস্তব্দ্ধ

যেন বিহারী মন,

রাস্তাটা কত একা

যেন দুর্গম গিরিপথ ।

রাস্তাটা যেন আমার মনের পথ

যে পথে চলছি একা একা,

খুঁজছি কাউকে গভীর ভাবে

কিন্তু পাইনি এখনো তার দেখা ।

এ পথে কোন সমুদ্র পাড়ি দেব

তা তো জানি না,

তবে আছে অনেক কাঁটা

বুঝতে পারি সেটা ।

আছে অনেক জঙ্গল

থাকবে অনেক পাথর,

নুড়ি আছে,আছে নালা

এরাই দেবে আমায় বাধা ।

হয়তো হোঁচট খাবো

পড়ে যাব ঠিক,

রক্ত-ও ঝরবে নিশ্চই

কিন্তু এগোতে হবে আমায় ঠিকই ।

রাত আসবে,আসবে ঝড়

শিলারা পরবে আমার প'রে,

হয়তো বিদ্যুৎ দেবে আমায় আঁচড়

তবুও তো যেতে হবে আমায় এ পথে ।

কেউ আছে দাড়িয়ে

মরীচিকা-র মতন,

করছে অপেক্ষা

আমি আসব কখন ।

আমি পাগল হতে পারি

হতে পারি মূর্খ,

ভুল হয়তো করছি,কেউ নেই দাঁড়িয়ে

তবুও যাব চলে তার প'রে ।

আজ আমার কোনো বেদনা নেই

নেই কোনো আকর্ষণ,

আছে শুধু শপথ

চলব তার সাথে ।

সরিয়ে যদি দেয় সে

দুরে ফেলে দেয় যদি,

ভুলে যায় যদি আমায়

তবুও হবো আমি তার সাথী ।

এই পথ আমার অনুপেরনা

এই একাকী পথকে দেখে আমার জানা,

সবাই আসে যায়,ভুলে যায়

কিন্তু পথ করেনা কাউকেও অবমাননা ।

এই পথ ঠিক চলতে থাকে

তার গন্তব্যের দিকে,

যে চলার সে হবে তার সাথী

নয়তো কোনো পরবা নেই এই অভাগীর ।

আমি-ও চলবো আমার গন্তব্যের দিকে

তার ভালোবাসার ত'রে,

ভালোবাসা যদি চায় তো চলবে

নয়তো একাই দেব পাড়ি ঐ গগন পানে ।

আজ আছি হয়তো কাল থাকবো না

আজ দেখি পড়ি শুনি কাল সাহেদ পারব না,

কিন্তু এই ভালোবাসা থেকে যাবে সর্বদা

এই পথে-র সরূপ চলবে ঠিক একা একা ।

হয়তো যদি কেউ মেলে

কোনো এক পথিক যদি বলে চলবে,

তো দুজা তেই চলবে এই ভালোবাসা

ঠিক পথের মতন সর্ত ছাড়া....


By shayaranapan

Comments