![]() |
| I'm silence not in fear, silence because society has fear on me |
আমি আজও পরিবারের সম্মান
তবে দেয়না কেও আমাকে সম্মান,
আমাকে ভাবতে হয় সবার কথা
তবে ভাবেনা কেও আমার কথা;
ঘরের কোনে লুকনো দ্বারে পর্দার আড়ালে
অদৃশ্য বেড়ি পায়ে বন্দিত আমি,
আশ্রিত নিজ দুয়ারে;
আজও পরের সম্পত্তি আমি
নেই মোর কোনো অস্তিত্ব এই সংসারে ।
ছোট্ট বেলা হতে আলোর মাঝে লুকনো অন্ধকার আমি,
যখনই জ্বলিতে চাহি নিভাইয়া দেয় মোরে
শিখাইয়া দেয় বারে বারে
মোর জ্বলনে ভস্মিত হবো আমি ।
বুকে করে বেঁধে রাখে চোখের নয়নের তারা করে,
তবে একটি সময় এলে কোথায় যেন বদলাতে থাকে
কেমন ভাবে আপনরা পর হতে থাকে
মোর ক্রন্দনও না তারা দেখিতে পারে ।
কিসে আমার ভালো হবে তারা সব জানে
অভিজ্ঞতার ঝুলি নিয়ে বসে আছে,
কিন্তু আমার ইচ্ছা ভালোলাগাগুলো তারা ভুলিয়া গেছে
আমার স্বপ্ন আকাঙ্ক্ষাগুলোর কোনো মূল্য নেই তাদের কাছে ।
আজও আমি নবজাতকের সৃষ্টিকর্তা,
আমই ভবিষ্যতের বার্তা;
তবুও আমার মূল্য শুধু দুয়ারের কোনে
আমার সুখ শুধু অপরের সুখে,
আজও স্বপ্নগুলো ভুল ইচ্ছাগুলো মহাপাপ
ভালোবাসা অপরাধ সত্যি বলা অভিশাপ |
আমাকে মানতে হয় সমাজের বিধান
রাখতে হয় পরিবারের সম্মান,
ভাবতে হয় গুরুজনের কথা
হায় সেথায় নেই মোর কোনো গাঁথা |
আইন আমার কাছে রাহুর গ্রাস
নিমেষেই দমবন্ধ হয়ে উঠবো আমি সবার কাছে হবো ব্যতিভ্যাষ,
জ্ঞানের কথা পুথির কথা আমার প'রে পাগলের প্রলাপ
আমি শুধুই খেলার পুতুল নেই মোর কোনো অভিলাপ ।
এই ভাবেই কি কেটে যাবে আজীবন
অন্ধকার কি থেকে যাবে সারাজীবন,
সব যুগেই আমি কি পরাধীন
পৌরুষতান্ত্রীক সমাজের ভবিষ্যতের বীণ |
যার কাজ পরের তরে বেঁচে যাওয়া
যার নেই নিজের কোনো বাসনা,
সে আজও পরের ধিন
আপনের ঋণ ।
জীবন তবে মুক্তি দিও আলোর বাতি নিভাইয়া দিও,
বইয়ের পাতা জ্বালাইয়া দিও পরান তুমি বিদায় জানিও |
বন্দিত জীবনে প্রভুত্বের বেড়িতে ধরাশায়ী আমি
চোরাবালিতে নিবজ্জীত জীবনে নিভাইয়া দিলাম মোর স্বপ্নের বাতি ।।
By shayaranapan

Comments
Post a Comment