আমার অস্তিত্ব

I'm silence not in fear, silence because society has fear on me

 











আমি আজও পরিবারের সম্মান

তবে দেয়না কেও আমাকে সম্মান,

আমাকে ভাবতে হয় সবার কথা

তবে ভাবেনা কেও আমার কথা;

ঘরের কোনে লুকনো দ্বারে পর্দার আড়ালে

অদৃশ্য বেড়ি পায়ে বন্দিত আমি,

আশ্রিত নিজ দুয়ারে;

আজও পরের সম্পত্তি আমি

নেই মোর কোনো অস্তিত্ব এই সংসারে ।


ছোট্ট বেলা হতে আলোর মাঝে লুকনো অন্ধকার আমি,

যখনই জ্বলিতে চাহি নিভাইয়া দেয় মোরে

শিখাইয়া দেয় বারে বারে

মোর জ্বলনে ভস্মিত হবো আমি ।

বুকে করে বেঁধে রাখে চোখের নয়নের তারা করে,

তবে একটি সময় এলে কোথায় যেন বদলাতে থাকে

কেমন ভাবে আপনরা পর হতে থাকে

মোর ক্রন্দনও না তারা দেখিতে পারে ।

কিসে আমার ভালো হবে তারা সব জানে

অভিজ্ঞতার ঝুলি নিয়ে বসে আছে,

কিন্তু আমার ইচ্ছা ভালোলাগাগুলো তারা ভুলিয়া গেছে

আমার স্বপ্ন আকাঙ্ক্ষাগুলোর কোনো মূল্য নেই তাদের কাছে ।


আজও আমি নবজাতকের সৃষ্টিকর্তা,

আমই ভবিষ্যতের বার্তা;

তবুও আমার মূল্য শুধু দুয়ারের কোনে

আমার সুখ শুধু অপরের সুখে,

আজও স্বপ্নগুলো ভুল ইচ্ছাগুলো মহাপাপ

ভালোবাসা অপরাধ সত্যি বলা অভিশাপ |

আমাকে মানতে হয় সমাজের বিধান

রাখতে হয় পরিবারের সম্মান,

ভাবতে হয় গুরুজনের কথা

হায় সেথায় নেই মোর কোনো গাঁথা |

আইন আমার কাছে রাহুর গ্রাস

নিমেষেই দমবন্ধ হয়ে উঠবো আমি সবার কাছে হবো ব্যতিভ্যাষ,

জ্ঞানের কথা পুথির কথা আমার প'রে পাগলের প্রলাপ

আমি শুধুই খেলার পুতুল নেই মোর কোনো অভিলাপ ।


এই ভাবেই কি কেটে যাবে আজীবন

অন্ধকার কি থেকে যাবে সারাজীবন,

সব যুগেই আমি কি পরাধীন

পৌরুষতান্ত্রীক সমাজের ভবিষ্যতের বীণ |

যার কাজ পরের তরে বেঁচে যাওয়া

যার নেই নিজের কোনো বাসনা,

সে আজও পরের ধিন

আপনের ঋণ ।

জীবন তবে মুক্তি দিও আলোর বাতি নিভাইয়া দিও,

বইয়ের পাতা জ্বালাইয়া দিও পরান তুমি বিদায় জানিও |

বন্দিত জীবনে প্রভুত্বের বেড়িতে ধরাশায়ী আমি

চোরাবালিতে নিবজ্জীত জীবনে নিভাইয়া দিলাম মোর স্বপ্নের বাতি ।।


By shayaranapan

Comments